তিনি ‘মাতেমেতিশিয়েন’!

ছবির দেশে, কবিতার দেশে – রাজধানী প্যারিসের প্যার লা-চ্যাজ কবরখানাতে শুয়ে আছেন, কবি পল এল্যুয়ার, হোমিওপ্যাথির জনক ও জননী যথাক্রমে স্যামুয়েল ও মেলানি হ্যানিম্যান, সুরকার ফ্রেডেরিক শোপ্যাঁ, এমনকি ‘সুখী রাজপুত্র’-এর রচয়িতা অস্কার ওয়াইল্ড। ঘন হয়ে পাতা ছড়িয়ে আছে ছোট্ট আরও একটি কবরের উপর। মেরি-সোফি জার্ম্যাঁ (এপ্রিল, ১৭৭৬ – জুন, ১৮৩১), টেলিপ্যাথির এক আশ্চর্য সমাপতন। গত সপ্তাহের  ১লা এপ্রিলেই আমরা মেরি-সোফি’র ২৪৫তম জন্মদিবসকে পেরিয়ে এসেছি। নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ১৩)

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 05 April, 2021 | 656 | Tags : Marie-Sophie Germain Joseph Louis Lagrange Adrien Legendre   Carl Freidrich Gauss Number Theory Fermat’s Last Theorem Elasticity

অঙ্কশাস্ত্রের এক অনন্য বিস্ময় : বিদূষী এমি নোয়েদারের কাহিনী

বিশিষ্ট গণিতবিদ কার্ল থিওডর উইলহেলম উইয়ারস্ট্রাস বলেছিলেন, “একজন গণিতবিদের মধ্যে যদি সামান্যতম পরিমাণে হলেও কবিত্বপ্রতিভাকে খুঁজে পাওয়া না যায় – তবে সেই গণিতবিদ তখনও অবধি সার্থক গণিতবিদ হয়ে উঠতে পারেননি।” আজকে যাঁর কথা শোনাতে বসেছি, সেই মানুষটির সম্পর্কে আরেক গণিতবিদ নরবার্ট ওয়াইনার মন্তব্য করেছিলেন, “গণিতবিদ্যার ক্ষেত্রে তাঁর (এমি নোয়েদারের) অবদানের বিস্তৃতিকে একমাত্র মাদাম কুরির গবেষণার সঙ্গেই তুলনা করা চলে।” নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ২৮)

by ​​​​​​​অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 13 September, 2021 | 520 | Tags : Emmy Noether Noether’s Theorem Gottingen University Number Theory Series on Female Scientists